তালতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
logo
ঢাকা, বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, বরগুনা
আগস্ট ১৮, ২০২২ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে বজ্রপাতে আবদুল লতিফ ফকির (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকাল ৩ টার দিক উপজেলার ছোটবগী ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল লতিফ ফকির ওই গ্রামের মৃত্যু ওছিমদ্দিন ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, আবদুল লতিফ ফকির বিকালে তার কয়েকটি গরু নিয়ে ঘাস খাওয়ানোর জন্য বাড়ির কাছে মাঠে নিয়ে যান। বিকালের  দিকে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। একপর্যায়ে বিকট শব্দের বজ্রপাত হলে কৃষক আবদুল লতিফ ফকির ঘটনাস্থলেই মারা যান। তবে তার গরু গুলোর কোনো ক্ষতি হয়নি।  পরে মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে গেছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, বিকালে  ঔ কৃষক তার গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।