তালতলীতে উপজেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় র‌্যালিতে নেতাকর্মীদের ঢল
logo
ঢাকা, শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালতলীতে উপজেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৮, ২০২১ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে, বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই বিজয় মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরের পর থেকেই বিভিন্ন স্থান থেকে মিছিল আসতে শুরু করে। বিকেল ৪টায় মিছিলের শহরে পরিণত হয় তালতলী বন্দর। উপজেলা আওয়ামী লীগের কার্যলয় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

বিজয় মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো.ফজলুল হক জোমাদ্দার, বিশেষ অতিথি  উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল-কবির, ও সম্পাদক মু.তৌফিকুজ্জামান তনু,উপজেলা ছাত্রলীগ সভাপতি সরোয়ার হোসেন স্বপন এ ছাড়া উপজেলা সদরের ৭টি ইউনিয়নের নেতা কর্মী সহ কয়েক হাজার মানুষ পতাকা হাতে মিছিলে অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।