পুলিশের টিয়ারসেলে অসুস্থ ঢাকা কলেজ শিক্ষার্থীরা
logo
ঢাকা, শনিবার, ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের টিয়ারসেলে অসুস্থ ঢাকা কলেজ শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
এপ্রিল ১৯, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ এখনও থামেনি। কলেজ ছাত্রাবাস বন্ধ ঘোষণা করলেও শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছেন। তাদের ওপর দফায় দফায় টিয়ারসেল নিক্ষেপ করছে পুলিশ। এতে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় ঢাকা কলেজ ক্যাম্পাসে দফায় দফায় টিয়ারসেল নিক্ষেপ শুরু করে পুলিশ। এতে প্রায় ১০০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। এর মধ্যে কয়েকজন সাংবাদিকও রয়েছেন। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে আগুন জ্বালিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করছেন।

এদিকে ঢাকা কলেজ প্রশাসন জরুরি মিটিংয়ে বসেছে। সেখানে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শিক্ষকেরা রয়েছেন। এসময় শিক্ষার্থীরা ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

D2

রেস্টুরেন্টে খেতে গিয়ে কথা কাটাকাটির জেরে গতকাল রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। গভীর রাত পর্যন্ত চলা সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

রাত আড়াইটার দিকে সংঘর্ষ থামলেও মঙ্গলবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে নিউমার্কেট এলাকা। আজ ফের দফায় দফায় সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি, যা এখনও অব্যাহত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা করছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।