পুনেতে বৃষ্টি, বাংলাদেশ-ভারত ম্যাচে সম্ভাবনা কতটা?
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পুনেতে বৃষ্টি, বাংলাদেশ-ভারত ম্যাচে সম্ভাবনা কতটা?

স্পোর্টস ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ভারত-বাংলাদেশ ম্যাচের আগের দিন পুনেতে হালকা বৃষ্টি হয়েছে। যে কারণে ঢেকে রাখা হয়েছিল পিচ। স্থানীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আজও বৃষ্টির শঙ্কা রয়েছে। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

গেল এশিয়া কাপে বেশ ভুগিয়েছে বৃষ্টি। চলতি বিশ্বকাপের কয়েকটি প্রস্তুতি ম্যাচও হানা দিয়েছে বৃষ্টি। সর্বশেষ মঙ্গলবার ধর্মশালাতে বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচ ৪৩ ওভারে নেমে এসেছিল। একইভাবে দুশ্চিন্তা থাকছে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়েও। এবারের বিশ্বকাপে পুনেতে আগে কোনো ম্যাচ হয়নি। আজই সেখানে প্রথম ম্যাচ।

বুধবার বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে পুনের মাঠ ঢেকে দেন কর্মীরা। পুনের আকাশ ছেয়ে গিয়েছিল কালো মেঘে। যা চিন্তার ভাঁজ ফেলতে পারে ক্রিকেটারদের কপালে। আজ সেখানকার তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানানো হয়েছে। আর্দ্রতা থাকবে ৬৮ শতাংশ। ১১ কিলোমিটার গতিতে হাওয়া বইতে পারে।

মুখোমুখি লড়াইয়ে নামার আগে বিপরীত অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারত। টানা তিন ম্যাচ জিতে উড়ছে রোহিত শর্মারা। অন্যদিকে প্রথম ম্যাচ জেতার পর দুই ম্যাচে হার দেখেছে টাইগাররা। আছে টেবিলের সাত নম্বরে। রানরেটের হিসেবটাও অনুকূলে নেই টাইগারদের জন্য। আর তাই আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। হারলেই সেমিফাইনালে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে পড়বে টাইগারদের জন্য। এমন পরিস্থিতিতে দল কখনোই চাইবে না ম্যাচ বৃষ্টিতে পন্ড হোক। এই ম্যাচ জিততেই বরং মুখিয়ে থাকবে তারা।

ভারতের পুনের পিচে সাধারণত রানবন্যার পসরা দেখা যায়। সেই হিসেবে দলে বাড়তি বোলার খেলানোর কথা ভাবছেন টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহে। গতকাল সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘ভারতের বিপক্ষে আমাদের ভিন্ন পরিকল্পনা আছে। সম্ভবত উইকেট ও কন্ডিশন বিচারে আমরা ভিন্ন সমন্বয় নিয়ে নামব।’

‘এই উইকেটে আদর্শ হচ্ছে বাড়তি বোলার নিয়ে খেলা। কারণ উইকেট খুব ভালো থাকবে। এবং ভারতের ব্যাটিং লাইন-আপ খুব শক্তিশালী। কাজেই আমরা এই বিষয়টা বিবেচনায় রাখছি।’-যোগ করেন হাথুরু।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।