শাকিবকে আমার খুব পছন্দ : দর্শনা বণিক
logo
ঢাকা, শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাকিবকে আমার খুব পছন্দ : দর্শনা বণিক

বিনোদন ডেস্ক | দৈনিক বিবর্তন
মার্চ ২০, ২০২১ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

কলকাতার সুদর্শনা অভিনেত্রী দর্শনা বণিক। মিষ্টি চেহারা আর অভিনয়ে এরই মধ্যে দর্শক জনপ্রিয়তায় ভাসছেন উঠতি এই নায়িকা। তবে এবার তিনি আলোচনায় এসেছেন বাংলাদেশের নায়ক শাকিব খানকে ঘিরে। শাকিবের সঙ্গে নতুন একটি সিনেমায় দেখা যাবে দর্শনাকে।

সম্প্রতি বাংলাদেশি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথাও বলেছেন দর্শনা বণিক।

লাস্যময়ী এই নায়িকা বলেন, অনেক আগে থেকেই শাকিব খান আমার পছন্দের নায়ক। এবার তার সঙ্গে আমার কাজ করার সুযোগ হবে। দুই দেশের সিনেমার নানা অজানা বিষয়ে শিখতে পারব, জানতে পারব। এটা অবশ্যই আমার জন্য সৌভাগ্যের।

শাকিবকে আমার খুব পছন্দ

ফাইল ছবি

দর্শনা জানান, শাকিবের সঙ্গে জুটি বেঁধে তিনি যে সিনেমায় অভিনয় করছেন, তার স্যুটিং এরই মধ্যে পাবনায় শুরু হয়েছে। কালজয়ী অভিনেত্রী সুচিত্রা সেনের জন্মস্থানে চলছে শুটিংয়ের উৎসব।

জানা গেছে, দর্শনা বণিক নায়ক শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ নামের একটি সিনেমার শুটিংয়ে পাবনায় আছেন। গত ১১ মার্চ ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমার শুটিং চলবে মার্চ মাস জুড়ে।

এর আগে দর্শনা বণিক বাংলাদেশের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাতে অভিনয় করেছেন। তবে সিনেমাটি এখনও মুক্তি পায়নি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।