ক্যান্সারে আক্রান্ত বেল্লাল বাঁচাতে চান: আর্থিক সাহায্যের আবেদন
logo
ঢাকা, বুধবার, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্সারে আক্রান্ত বেল্লাল বাঁচাতে চান: আর্থিক সাহায্যের আবেদন

মাহমুদুল হাসান, তালতলী
জুন ২১, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

‘আমি বাঁচতে চাই, আমাকে সাহায্য করুন’—এভাবেই বাঁচার আকুতি জানিয়েছেন মারণব্যাধি ক্যান্সার আক্রান্ত বরগুনার তালতলী উপজেলার মো. বেল্লাল (৩০)। তিনি উপজেলা সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের মো. হানিফ মোল্লার ছেলে। বেল্লালের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা।

জানা যায়, বেল্লাল দীর্ঘদিন জেলে পেশায় কাজ করতো তার পরিবারে একটি চার বছরে কন্যা সন্তান রয়েছে। জীবিকার তাগিদে মাঝে মাঝে দিনমজুর কাজ করে নিজের পরিবারকে সহায়তা করতেন। হঠাৎ করে তার শরীরে অসুস্থতা দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসক তাকে ঢাকার একটি ক্যান্সার হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। সেখানে কেমোথেরাপি ও অন্যান্য উন্নত চিকিৎসা নিতে হবে। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা।

বেল্লালের ভাই আউয়াল বলেন, ‘বেল্লাল দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। আমরা জমি-জমা, পরিবারের জমানো সঞ্চয় সবকিছুই চিকিৎসার জন্য খরচ করেছি। এখন আর আমাদের অর্থ-সম্পদ নেই। এখন এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা। কিন্তু এতো টাকা ব্যয় করার সামর্থ্য আমাদের নেই। তাই সমাজের সবাই সামর্থ্য অনুযায়ী সহায়তা করুন। দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করছি।’

তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, ‘বিষয়টি আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। উপজেলা প্রসাশনের পক্ষ থেকে তাকে সহায়তা করা হবে।’

“মো. বেল্লালকে সাহায্য পাঠানোর ঠিকানা, মো. রাজু হাওলাদার- 01615475548 (বিকাশ/ রকেট ও নগদ পার্সোনাল)”

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।