ভিপি নুরকে ঢাকা মেডিকেল এ নেওয়া হয়েছে
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভিপি নুরকে ঢাকা মেডিকেল এ নেওয়া হয়েছে

স্টাফ রিপোর্টার | দৈনিক বিবর্তন.কম
সেপ্টেম্বর ২১, ২০২০ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে মেডিক্যালের জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর আগে নুরসহ ছয়জনকে বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতার করে পুলিশ। নুরসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নেমেছিলেন তারা।

ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক এসআই বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, রাত পৌনে ১০টার দিকে পুলিশ পাহারায় ভিপি নুরসহ দুইজনকে একটি মাইক্রোবাসে করে মেডিক্যালে নিয়ে আসা হয়।

তারা বর্তমানে চিকিৎসাধীন।

সোমবার রাতে বিক্ষোভ করার সময় নুরসহ ছয়জনকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ।

ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।