অবশেষে পাওয়ার-প্লেতে হাসল বাংলাদেশ
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে পাওয়ার-প্লেতে হাসল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
অক্টোবর ২১, ২০২১ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টিতে বাংলাদেশের জন্য পাওয়ার প্লে যেন এক ধাঁধার নাম, যে ধাঁধার সমাধান এখনো খুঁজে পায়নি বাংলাদেশ। তবে আজ পাপুয়া নিউ গিনির বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে অবশ্য সে সমস্যা ধরা দিল মাহমুদউল্লাহ রিয়াদের দলের সামনে। পাওয়ার প্লেতে তুলল এক উইকেটের বিনিময়ে তুলল ৪৫ রান।

প্রথম দুই ম্যাচেই ইনিংসের প্রথম ছয় ওভার শেষে বাংলাদেশ ৫ গড়ে রান তুলতে পারেনি। দুই ম্যাচেই পাওয়ার প্লেতে হারিয়েছিল দুই উইকেট। প্রথম ম্যাচে ২৫ রানের পর দ্বিতীয় ম্যাচে স্কোরবোর্ডে এ সময় রান জমা করতে পেরেছিল কেবল ২৯। আজ অন্তত সে বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারল বাংলাদেশ।

শুরুটা অবশ্য পুরনো দৃশ্যের পুনর্মঞ্চায়নেরই আভাস দিচ্ছিল। প্রথম বলে জীবন পাওয়া নাঈম শেখ এদিন দ্বিতীয় বলেই মিড উইকেট অঞ্চলে ক্যাচ দিয়ে ফেরেন, তাও আবার রানের খাতা খোলার আগেই। তবে এরপরই ওপেনার লিটন দাস আর ব্যাটিং অর্ডারে উন্নতি নিয়ে তিনে আসা সাকিব আল হাসান প্রতিরোধ গড়ে তোলেন, সঙ্গে রানের গতিও ধরে রাখেন দারুণভাবে। তাতেই চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো ছয়ের ওপর রান নিয়ে পাওয়ার প্লে শেষ করে বাংলাদেশ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।