অস্ট্রেলিয়ার কাছে হেরে যা বললেন বাবর আজম
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার কাছে হেরে যা বললেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক
অক্টোবর ২১, ২০২৩ ৮:০০ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বকাপে বড় ম্যাচে কাল মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। ব্যাঙ্গালুরুতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন দুই অজি ওপেনার। পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে ওপেনিং জুটিতেই তোলেন ২৫৯ রান। মিচেল মার্শ এবং ডেভিড ওয়ার্নারের জোড়া শতকে পাকিস্তানের সামনে দাঁড়ায় ৩৬৮ রানের বিশাল এক লক্ষ্য।

পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিল পাকিস্তানও। উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে ওঠেছিল ১৩৪ রান। বিশাল জুটি ম্যান ইন গ্রিনদের জয়ের পথে রাখলেও  মার্কাস স্টয়নিসের বোলিং তোপে দ্রুত সাজঘরে ফেরেন দুই উপেনার। অধিনায়ক বাবর আজমও ক্রিজে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি। অ্যাডাম জাম্পার বলে ১৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। দলীয় ১৭৫ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানকে আবারো ম্যাচে ফেরান সউদ সাকিল ও মোহাম্মদ রিজওয়ান।

চতুর্থ উইকেট জুটিতে এই দুই ব্যাটার দুর্দান্ত এক জুটি গড়েন। যা পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখায়। তবে তাদের ৫৭ রানের জুটি ভাঙেন অজি অধিনায়ক কামিন্স।শেষ দিকে রিজওয়ান ও ইফতিখার আহমেদের ব্যাট কেবল হারের ব্যবধান কমিয়েছে। ৪৬তম ওভারে ৩০৫ রান তুলতেই গুটিয়ে যায় বাবরের দল। ফলে ৬২ রানের বড় ব্যবধানে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল অস্ট্রেলিয়া।

এদিকে ভারতের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে হারের পর আবার কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘প্রথম ৩৪ ওভার আমরা বোলিং এবং ফিল্ডিং ভালো করিনি। এটা আমাদের ক্ষতি করেছে। আমরা ওয়ার্নারের ক্যাচ মিস করেছি। এ ধরনের ব্যাটসম্যানের ক্যাচ মিস হলে সুযোগটা কাজে লাগাবেই।’

তিনি আরও বলেন, ‘এই মাঠে রান অনেক বেশি হয়, তাই ভুল করার কোনো সুযোগ নেই। এরপরও বোলারদের কৃতিত্ব দিতেই হবে, যেভাবে তারা শেষের ওভারগুলোতে আবার ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পেরেছে।’

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।