শুভশ্রীর ভ্যালেন্টাইনস ডে আজ! কিন্তু কীভাবে?
logo
ঢাকা, মঙ্গলবার, ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শুভশ্রীর ভ্যালেন্টাইনস ডে আজ! কিন্তু কীভাবে?

বিনোদন ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২২ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

টালিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তার জীবনসঙ্গী রাজ চক্রবর্তী একই ইন্ডাস্ট্রির শীর্ষ নির্মাতাদের একজন। ২০১৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এক পুত্রসন্তান নিয়ে তাদের সুখের সংসার।

এদিকে আজ (২১ ফেব্রুয়ারি) রাজ চক্রবর্তীর জন্মদিন। স্বামীর জীবনের বিশেষ দিন বলে কথা, শুভশ্রী তো বিশেষভাবেই শুভেচ্ছা জানাবেন। হ্যাঁ, তিনি স্পষ্ট ভাষায় বললেন, আজ তার ভ্যালেন্টাইনস ডে।

গত ১৪ ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইন ডে। ওইদিনই ছিল সবার কাছে ভালোবাসা দিবস। তবে শুভশ্রীর কাছে সেই দিবস এল এক সপ্তাহ পর। রাজের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন, ‘আজ আমার ভ্যালেন্টাইনস ডে। কারণ আজ আমার ভালবাসার জন্মদিন। আমার জীবনের সেরা প্রাপ্তি তুমি। জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সব ইচ্ছা পূরণ হোক।’

ফেসবুক ও ইনস্টাগ্রাম দুই প্ল্যাটফর্মেই এই পোস্ট দিয়েছেন শুভশ্রী। দুই জায়গাতেই ভক্তরা এই দম্পতিকে প্রাণভরে ভালোবাসা জানাচ্ছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের মার্চে বাগদান করেছিলেন শুভশ্রী ও রাজ চক্রবর্তী। এরপর একই বছরের ১১ মে বিয়ে করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে আসে ছেলে সন্তান। তার নাম রেখেছেন ইউভান।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।