খুলনায় অপারেশন থিয়েটরে রোগীর মৃত্যু
logo
ঢাকা, শনিবার, ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় অপারেশন থিয়েটরে রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৩, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনার ময়লাপোতা মোড়স্থ খানজাহান আলী হাসপাতালের অপারেশন থিয়েটরে রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে রোগীর। আজ রবিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এঘটনা ঘটেছে। 

মৃত রোগী মোঃ ইলিয়াস হোসেন ফকির (৩০) খুলনার দাকোপ উপজেলার জয়নগর গ্রামের মৃত হাবিবুর রহমান ফকিরের ছেলে।

তাৎক্ষনিকভাবে এঘটনায় খানজাহান আলী হাসপাতালের হিসাব রক্ষক ও একজন সেবিকাকে আটক করেছে খুলনা সদর থানা পুলিশ। হাসপাতালটিতে রোগীর শোকাহত স্বজনদের শোকের মাতম চলছে।

তবে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল মালিক পলাতক রয়েছেন বলে অভিযোগ রোগীর স্বজনদের।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।