সচল হয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
logo
ঢাকা, রবিবার, ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সচল হয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২২ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

টানা ছয় দিন বন্ধ থাকার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এ ফ্লাইট ওঠা-নামা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে যথারীতি ফ্লাইট চালুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম।

ঢাকা পোস্টের এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজ সকাল থেকে আমাদের বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটেই বিমান উড্ডয়ন ও অবতরণ শরু হয়েছে।

এর আগে গত শুক্রবার (১৮ জুন) বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি প্রবেশ করায় সব ধরনের ফ্লাইট বাতিল ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।