সিলেটে হবে মেয়েদের এশিয়া কাপ
logo
ঢাকা, সোমবার, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে হবে মেয়েদের এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক
আগস্ট ২৩, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

ছেলেদের এশিয়া কাপের পরের মাসেই অনুষ্ঠিত হবে মেয়েদের এশিয়া কাপের আসর। এবারের এই আসরটি বসতে যাচ্ছে বাংলাদেশে।

আগামী ১ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসবে সাত দলের এই টি-২০ টুর্নামেন্ট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন’স কমিটির চেয়ারপার্সন শফিউল আলম চৌধুরী নাদেল জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে বিস্তারিত জানান। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনও আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেনি।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে মেয়েদের টি-২০ বিশ্বকাপ বাছাই শেষ হবে। এরপরই শুরু হবে এশিয়া কাপ। গত সপ্তাহে প্রথমবার আইসিসি প্রকাশ করে নারীদের ফিউচার ট্যুর প্রোগ্রাম, সেখানে অক্টোবরের প্রথম দুই সপ্তাহকে রাখা হয়েছে মেয়েদের এশিয়া কাপের জন্য।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত এই প্রতিযোগিতায় খেলবে স্বাগতিক বাংলাদেশকে নিয়ে। অতিথি দল ২৭ ও ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে।

সোমবার নাদেল চৌধুরী বলেন, ‘বিমানবন্দর ও সাতটি দলের সম্ভাব্য আবাসস্থান হিসেবে হোটেলের দূরত্ব কাছাকাছি হওয়ায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে বিসিবির জন্য সেরা বাছাই। এক নম্বর মাঠে আমরা মেয়েদের এশিয়া কাপের ম্যাচ আয়োজন করতে চাচ্ছি এবং দুই নম্বর মাঠ অনুশীলনের জন্য।’

সবশেষ এশিয়া কাপ হয়েছিল ২০১৮ সালে, যেখানে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

কোভিডের কারণে ২০২০ সালের আসরটি স্থগিত হয় ২০২১ সাল পর্যন্ত। যা বাংলাদেশে হওয়ার কথা ছিল।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।