মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
logo
ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৩, ২০২৩ ৮:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

যশোরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঐশি নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বকচর র‍্যাব অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্বামী ও দেবর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইসমাইল হোসেন শহরের বকচর কবরস্থানপাড়ার বাসিন্দা। মাত্র ছয় মাস আগে প্রেম করে বিয়ে করেছিলেন এই দম্পতি।

ইসমাইলের পরিবার সূত্রে জানা যায়, ঈদের আনন্দ উপভোগ করতে স্ত্রী ঐশি এবং পাঁচ বছর বয়সী ভাই তানজিমকে নিয়ে মোটরসাইকেলযোগে শহরে ঘুরতে বের হয়েছিলেন ইসমাইল হোসেন ওরফে হ্যাপি। পরে দুপুর আড়াইটার দিকে বকচর র‍্যাব অফিসের সামনে তাদের মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্ত্রী ঐশি ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে স্বামী ইসমাইল হোসেন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। তবে ইসমাইলের ভাই তানজিম আশঙ্কামুক্ত।

র‍্যাব-৬ যশোর অফিসের সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি প্রাইভেটকার ইউটার্ন নেওয়ার জন্য অপেক্ষা করছে। এমন সময় মনিহার থেকে মুরলীর দিকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটির প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী ঐশি।

এদিকে ঘটনার পরপরই র‍্যাব ও পুলিশের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বকচরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক ও আরোহীরা পালিয়েছে। তবে প্রাইভেটকারটি পুলিশের হেফাজতে রয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।