তালতলীতে ২ লাখ গলদা রেণু জব্দ
logo
ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে ২ লাখ গলদা রেণু জব্দ

তালতলী (বরগুনা) প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে ২ লাখ ১০ হাজার পিস গলদা রেণু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। এসময় কাউকে আটক করা যায়নি।

গতকাল সোমবার (২১ আগষ্ট) রাত ৮টার দিকে উপজেলার ফকিরহাট এলাকা থেকে এ গলদা রেণু পোনা উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার ফকিরহাট এলাকায় ৪ টি দোকানে গলদা রেণু পোনা সংগ্রহ করে তা দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাবে পাচারকারীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে সকিনা স্টেশনের কোস্টগার্ড অভিযান চালায় ঐ দোকান গুলোতে। এসময় দোকানগুলো তল্লাশি করে ৩০০ টি মাটির পাতিল ভর্তি ২ লাখ ১০ হাজার গলদা রেণু পোনা জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা। পরে জব্দকৃত রেণু পোনা উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় পায়রা নদীতে অবমুক্ত করা হয়েছে। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় রেণু ব্যবসায়ীরা।

কোস্টগার্ড নিদ্রাসকিনা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম কাওছার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট এলাকায় ৪টি দোকান থেকে পাতিল ও ড্রাম ভর্তি ২ লাখ ১০ হাজার রেনু পোনা জব্দ করা হয়েছে। পরে মৎস্য অফিসের লোকজনের মাধ্যমে পায়রা নদীতে অবমুক্ত করা হয়েছে। এ অভিযানে কাউকে আটক করা যায়নি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।