তালতলীতে শিক্ষার্থীদের নিয়ে ভূমি সেবা সপ্তাহের সেমিনার
logo
ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে শিক্ষার্থীদের নিয়ে ভূমি সেবা সপ্তাহের সেমিনার

তালতলী (বরগুনা) প্রতিনিধি
মে ২৪, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ছুটির পরে তালতলী সরকারি কলেজ এর শিক্ষার্থীদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৪ মে) বিকাল ৩ টার দিকে সরকারি কলেজের হলরুমে ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই স্লোগান সামনে রেখে সেমিনার অনুষ্ঠিত।
তালতলী কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ হাওলাদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা উপস্থিত ছিলেন।

সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, হয়রানি ছাড়া ঘরে বসে অনলাইনের মাধ্যমে সকল সেবা পাবেন জমির মালিক। জমির মিউটেশন করার জন্য অফিসে যেতে হবেনা। এছাড়াও জমি কেনার সময় তিনটি বিষয় খেয়াল রাখতে হবে দলিল, দাখিলা ও দখল। এই তিনটি বিষয় খেয়াল রাখলে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকেনা। বাজার দরের চেয়ে কম মূলে জমি ক্রয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলেন।

উক্ত সেমিনারে তালতলী সরকারি কলেজের সকল শিক্ষক, কর্মচারী, পাঁচ শতাধিক শিক্ষার্থী, করইবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রুহুল আমিন, পচাকোড়ালিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উজ্জ্বল কুমার, ভূমি অফিসের নাজির ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।