বাংলা টাইগার্সে যোগ দিয়ে উচ্ছ্বসিত সাকিব
logo
ঢাকা, সোমবার, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলা টাইগার্সে যোগ দিয়ে উচ্ছ্বসিত সাকিব

স্পোর্টস ডেস্ক
আগস্ট ২৫, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আবুধাবির লিগ টি-টেন ক্রিকেট ব্যাপক জনপ্রিয়তাই লাভ করেছে শেষ কিছু দিনে। একে একে এই টুর্নামেন্টের পাঁচ মৌসুম শেষ হয়েছে। ষষ্ঠ আসরে এসে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স বড় চমকই দিয়ে বসেছে। সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে আইকন ক্রিকেটার হিসেবে। আজ আনুষ্ঠানিকভাবে সাকিবের নাম ঘোষণা করে দলটি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা টাইগার্স সাকিবের আইকন ক্রিকেটার হওয়ার ঘোষণা দেওয়ার পরেই সাকিব তার ব্যক্তিগত ফেসবুক পাতায় টি-টেনে যোগ দেওয়ার পরের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি জানান, আইকন ক্রিকেটার হিসেবে বাংলা টাইগার্সের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি আনন্দিত।

সাকিব তার পোস্টে বলেন, ‘টি-টেন লিগের পরবর্তী মৌসুমে একজন আইকন খেলোয়াড় হিসেবে বাংলা টাইগারদের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। সারা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারাটা সবসময়ই একটা সুন্দর অনুভূতি। একটি নতুন অভিজ্ঞতার জন্য উন্মুখ হয়ে আছি।’

শুধু সাকিবকে নিয়েই অবশ্য তৃপ্ত ছিল না দলটি। একে একে সরাসরি সাইনিংয়ে দলে নিয়েছে কলিন মুনরো, এভিন লুইস, মাথিশা পাথিরানা, মোহাম্মদ আমিরকে। খেলোয়াড়দের পাশাপাশি কোচিং প্যানেলকেও ঢেলে সাজিয়েছে টাইগার্স ম্যানেজমেন্ট। এরপর দলটির প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় সাবেক টাইগার ক্রিকেটার আফতাব আহমেদকে। তার সহযোগী হিসেবে কাজ করার জন্য নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ অ-১৯ বিশ্বকাপজয়ী দলের ট্রেনার রিচার্ড স্টনিয়েরকে।

এছাড়া পরামর্শকের ভূমিকায় থাকছেন দেশের প্রখ্যাত ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদীন ফাহিম। সবমিলিয়ে বলায় যায় বেশ আটঘাট বেঁধেই এবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশী মালিকানাধীন এই দলটি।

উল্লেখ্য এর আগে টি-টেনের পাঁচটি আসর অনুষ্ঠিত হয়েছে। প্রথম আসরেই কেরেলা কিংসের হয়ে শিরোপা জিতেছিলেন সাকিব আল হাসান। চলতি আসরের টি-টেন টুর্নামেন্টের পর্দা উঠবে ২৩ নভেম্বর আর পর্দা নামবে ৪ ডিসেম্বর।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।