লঞ্চে আগুন: কান্না করার লোক নেই লামিয়া-সামিয়া বাড়িতে
logo
ঢাকা, বুধবার, ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লঞ্চে আগুন: কান্না করার লোক নেই লামিয়া-সামিয়া বাড়িতে

জেলা প্রতিনিধি, বরগুনা
ডিসেম্বর ২৫, ২০২১ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আগাপাড়া গ্রামের।  লামিয়া-সামিয়া বাড়িতে কান্নার ও লোক নেই।

শনিবার ২৫ ডিসেম্বর বরগুনা থেকে টমটম গাড়িতে কফিনে  আসে আব্দুল আজিজের দুই নাতনি লামিয়া সামিয়া(৫)র অঙ্গার মৃত্যু দেহ। আর নিখোঁজ রয়েছেন মেয়ে শিমু আক্তার (২৬) আর স্ত্রী দুলু বেগম (৫৫) শেবাচিম হাসপাতাল মৃত্যুর সাথে পাঞ্জা লরছেন।

দুপুর ১টায় যখন দুই শিশুর মরদেহ আব্দুল আজিজের বাড়িতে আসেন তখন নির্বাক বৃদ্ধ আব্দুল আজিজ কষ্টে যেন পাথর বনে গেছেন। আশেপাশের অনেকে এসেছেন শান্তনা দিতে কি শান্তনা দিবেন তারা বৃদ্ধ আজিজ কে সন্তনা দেওয়ার ভাষা তাদের জানানেই।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।