ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল-ট্রেড কার্নিভাল শুরু ২৩ ডিসেম্বর
logo
ঢাকা, শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল-ট্রেড কার্নিভাল শুরু ২৩ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২২ ৭:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে আগামী ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর হোটেল পূর্বাণীতে হতে যাচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড অ্যান্ড কালচারাল কার্নিভাল।

গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক সংগঠনটি। কার্নিভালের তিন দিনব্যাপী কার্যক্রমের মধ্যে থাকছে আটটি সেশন। প্রতিটি সেশনের স্পিকার থাকবেন, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ভুটান, নেপাল, দুবাই, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে আগত সফল ব্যক্তিবর্গ। কার্নিভালের এক্সিবিটর এবং বায়ার হিসেবে ১০টি দেশ বাংলাদেশ, ভারত, নেপাল, মালদ্বীপ, ফিলিপাইন, ভুটান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালেয়শিয়া, সিঙ্গাপুর অংশগ্রহণ করবে।

সংগঠনের চিফ কার্ডিনাল কো-অর্ডিনেটর আতিকুর রহমান বলেন, ভ্রমণপিপাসুদের জন্য ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড অ্যান্ড কালচারাল কার্নিভাল যেমন পছন্দসই প্যাকেজ বেছে নেয়ার জায়গা, তেমনি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যারা পড়তে যেতে উৎসুক তাদের জন্য এক ছাদের নিচে সব সার্টিফাইড এজেন্সিগুলো খুঁজে পাওয়ার প্ল্যাটফর্ম। এ ছাড়াও ব্যবসায়ী উদ্যোক্তা শিক্ষার্থী অভিভাবক চাকরি-প্রত্যাশী নানা শ্রেণিপেশার মানুষের এক মিলনমেলার আয়োজন করতে যাচ্ছে এই কার্নিভাল।

তিনি বলেন, সাতটি ভিন্ন ভিন্ন কনটেস্টে বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশগ্রহণ করে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা সার্টিফিকেট। এ ছাড়াও শুধুমাত্র ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড অ্যান্ড কালচারাল কার্নিভালের টিকিট সংগ্রহ করে লটারিতে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার। ইভেন্টের প্রতিদিন নতুন নতুন চমক হিসেবে স্টেজ পারফরম্যান্সে মনোমুগ্ধকর নাচ, গানসহ বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি প্রতিদিন লটারিতে আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ার সুযোগ থাকবে।

কার্নিভালে সহযোগী আয়োজক প্রবাসী বাংলাদেশীদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ। ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড অ্যান্ড কালচারাল কার্নিভালের ইভেন্ট পার্টনার মিউট কনসরটিয়াম, ট্রাভেল পার্টনার হ্যাভেন ট্যুরস অ্যান্ড রিসোর্ট লিমিটেড এবং ইয়ুথ পার্টনার হিসেবে অংশগ্রহণ করছে রোটারেক্ট লামনাই অব বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মনিরা সুলতানা, মোখলেসুর রহমান, মাসুদ পারভেজ, জান্নাতুল ফেরদৌসি ও আমিনুল ইসলাম প্রমুখ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।