কৌশানির ছবিতে নেতিবাচক মন্তব্যের ছড়াছড়ি
logo
ঢাকা, শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কৌশানির ছবিতে নেতিবাচক মন্তব্যের ছড়াছড়ি

বিনোদন ডেস্ক
এপ্রিল ২৭, ২০২২ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

কলকাতার এই প্রজন্মের নায়িকা কৌশানি মুখার্জি। আত্মপ্রকাশ করেছেন সবে ছয় বছর। এরইমধ্যে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন। কলকাতার পাশাপাশি কাজ করেছেন বাংলাদেশের সিনেমাতেও।

সিনেমায় চরিত্রের প্রয়োজনে বিভিন্ন রূপে হাজির হন। তবে সোশ্যাল মিডিয়ায় কৌশানি অনেকখানি খোলামেলা আর সাহসী। প্রতিনিয়ত আবেদনময়ী ছবি শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন। আবার সেসব ছবির জন্য নিন্দাও সহ্য করতে হয় নেটিজেনদের।

ফের একই ঘটনা ঘটল। মঙ্গলবার (২৬ এপ্রিল) ফেসবুকে দুটি নতুন ছবি পোস্ট করেন কৌশানি। যেখানে তাকে একটি শর্ট গাউনে দেখা গেছে। আবেদনময়ী ভঙ্গিমায় অভিনেত্রী বসে আছেন একটি চেয়ারে।

ছবিতে কৌশানি দুই পা দুদিকে ছড়িয়ে সামনের দিকে কিছুটা ঝুঁকে রয়েছেন। এটাই হয়েছে বিপত্তির কারণ। সাধারণত হাই-কমোডে এমনভাবে বসে মানুষ। আর এই বিষয়ক মন্তব্যেই ভরে গেছে তার ছবির কমেন্ট বক্স।

তানজিল ইসলাম দুলাল নামের একজন লিখেছেন, ‘কেউ একটু পানির বদনা এগিয়ে সাহায্য করুন’, শিশির নামের একজন মন্তব্য করেছেন, ‘এভাবেই কমোডে বসতে হয়’, রকিবুল ইসলাম রতন নামে আরেক অনুসারী লিখেছেন, ‘কী ব্যাপার টয়লেটের উপর বসে আছো নাকি?’

Koushani
কৌশানি মুখার্জি

এরকম অসংখ্য নেতিবাচক মন্তব্য জমা পড়েছে কৌশানির ছবিটির নিচে। তবে তিনি কোনো মন্তব্যেই প্রতিক্রিয়া জানাননি। কেননা এমন পরিস্থিতির মুখোমুখি তাকে প্রায়ই হতে হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় কৌশানির। এতে তার নায়ক ছিলেন বনি সেনগুপ্ত। একসঙ্গে কাজের সুবাদে তারা প্রেমে জড়িয়ে পড়েন। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় তাদেরকে জুটি হতে দেখা গেছে।

গত বছরের শেষ দিকে বাংলাদেশে এসে অভিনয় করেছেন কৌশানি। সিনেমার নাম ‘প্রিয়া রে’। শাপলা মিডিয়ার প্রযোজনায় সিনেমাটিতে তার নায়ক শান্ত খান। এছাড়া সম্প্রতি তিনি কলকাতায় ‘অন্তর্জাল’ নামে নতুন আরেকটি সিনেমায় কাজ করেছেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।