তালতলীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
logo
ঢাকা, সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তালতলীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, তালতলী (বরগুনা)
অক্টোবর ২৭, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলী উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বেলা ৩ টার দিকে তালতলী উপজেলা পরিষদ চত্বরে ৬,৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।

চলতি রবি মৌসুম ২০২৫–২৬ এ শাকসবজি, গম, সরিষা, সূর্যমুখী (ওপি ও হাইব্রিড), চিনাবাদাম, মুগডাল, খেসারি ও ফেলন চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই বিনামূল্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু জাফর ইলিয়াসের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব সাইফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব সেবক মন্ডল।এ সময় সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিসহ কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায়—১১০ জন কৃষককে বসতবাড়িতে শীতকালীন শাকসবজি,৩৫ জনকে লাউ,৫৫ জনকে বেগুন,৫৫ জনকে মিষ্টিকুমড়া,৫৫ জনকে শসা,৫০ জনকে গম,২০০ জনকে সরিষা,২৭০ জনকে সূর্যমুখী (ওপি),৩,৬০০ জনকে সূর্যমুখী (হাইব্রিড),৬০ জনকে চিনাবাদাম,১,৮০০ জনকে মুগডাল,৮০ জনকে খেসারি এবং ১০ জনকে ফেলন বীজ প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন,“সরকারের এই প্রণোদনা কার্যক্রম তালতলীর কৃষি ও কৃষকদের সমৃদ্ধি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু জাফর ইলিয়াস বলেন, “সরকারের এ কর্মসূচি বাস্তবায়নে তালতলী কৃষি অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রত্যেক প্রান্তিক কৃষকের কাছে উপকরণ পৌঁছে দিতে আমরা সর্বদা সচেষ্ট।”

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।