মঙ্গলবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ
logo
ঢাকা, সোমবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

জাটকা রক্ষায় মঙ্গলবার থেকে দুই মাস চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হামচরের চরভৈরবির ৭০ কিলোমিটার এলাকায় জেলেদের নদীতে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ নিষেধাজ্ঞা কার্যকর করতে মেঘনায় নদীতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইলিশের উৎপাদন বৃদ্ধিতে আগামী পহেলা মার্চ থেকে শুরু হয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত টানা দুই মাস পদ্মা-মেঘনায় কোন প্রকার জাল ফেলা এবং মাছ ধরা নিষিদ্ধ।

daily Bibartan

২০০৩-০৪ সাল থেকে অক্টোবর মাসে ‘মা ইলিশ রক্ষা কার্যক্রম’ ও ‘মার্চ-এপ্রিল’ দুই মাস ‘জাটকা নিধন রক্ষা কার্যক্রম’ বাস্তবায়ন করে আসছে সরকার। নিষেধাজ্ঞার এই সময় জেলেরা যাতে নদীতে মাছ শিকারে না নামে তার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু ঋণের কিস্তি পরিশোধ ও বিকল্প কর্মসংস্থান না হওয়ায় মাছ শিকারে নেমে পড়ছে জেলেরা। নিষেধাজ্ঞা সময়ে কিস্তি বন্ধসহ বিকল্প কর্মসংস্থান চান জেলেরা।

মাছ ধরা বন্ধে নদীতে সার্বক্ষণিক অবস্থান করা হবে। মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের যৌথ সমন্বয়ে কাজ করবে। নিষেধাজ্ঞা সময়ে জেলেদেরকে বিজিএফ বিতরণ অব্যাহত থাকবে। এছাড়া জেলেদের জীবনমান উন্নয়নে বিকল্প কর্মসংস্থান তৈরির পাশাপাশি বিভিন্ন উপকরণ দেওয়া হবে।

চাঁদপুরে নিবন্ধিত ৪৪ হাজার ৩৫ জন জেলে নদীতে মাছ ধরে জীবীকা নির্বাহ করে থাকেন। জেলেদের সচেতন করার লক্ষে ইতোমেধ্যে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার প্রচারণা শুরু হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।