এতিম ও দুস্থরা পেল সাড়ে ৪ হাজার কেজি ইলিশ
logo
ঢাকা, মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

এতিম ও দুস্থরা পেল সাড়ে ৪ হাজার কেজি ইলিশ

জেলা প্রতিনিধি, চাঁদপুর
মার্চ ২৮, ২০২৩ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে সাড়ে চার হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর রাত ৩টায় কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মোহনপুর সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে উত্তর মতলব থানাধীন আমিরাবাদ মৎস্য আড়ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে সাড়ে চার হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।