সাকিবের নিষেধাজ্ঞা শেষ আজ, মাঠে ফিরবেন নভেম্বরে
logo
ঢাকা, সোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাকিবের নিষেধাজ্ঞা শেষ আজ, মাঠে ফিরবেন নভেম্বরে

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন.কম
অক্টোবর ২৮, ২০২০ ৫:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

সাকিবের নিষেধাজ্ঞা শেষ আজ, নিষেধাজ্ঞাটা ছিল ২ বছরের জন্য। কিন্তু আইসিসি শুরুতেই এক বছর কমিয়ে দেয়, তদন্ত কাজে সহযোগিতার জন্য।

দেশের ক্রিকেটের প্রাণভোমরা সাকিব আল হাসানের সাকিব আল হাসানের সেই এক বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বুধবার (২৮ অক্টোবর)। বৃহস্পতিবার তথা ২৯ অক্টোবর থেকে ক্রিকেটে অংশ নিতে পারবেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।

গত বছর ২৯ অক্টোবর সন্ধ্যায় টর্নেডো বয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেটে। তিনবার জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও সেটি আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানিয়ে একটা খামখেয়ালিই করেছিলেন তিনি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।