তালতলীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২১ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২১ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার
আগস্ট ২৮, ২০২১ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, বরগুনার তালতলীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদের মৎস্য কর্মকর্তার অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মৎস্য অফিসার মো.মাহাবুবুল আলম,বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মোবাইল কোর্ট, মাইকিং ব্যানার, পোষ্টার, ফেস্টুন সহ ব্যাপক প্রচারনা চালানো হবে। মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা, মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান ও মৎস্য চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।