পরিবর্তন হচ্ছে না খুলনার শিববাড়ী মোড়ের নাম
logo
ঢাকা, শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবর্তন হচ্ছে না খুলনার শিববাড়ী মোড়ের নাম

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৯, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

পরিবর্তন হচ্ছে না খুলনার শিববাড়ী মোড়ের নাম। শিববাড়ী মোড়ের নাম পরিবর্তনের উদ্যোগ থেকে সরে এসেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। শনিবার (২৯ এপ্রিল) কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঐতিহ্যবাহী শিববাড়ী মোড়সহ দুটি মোড়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) মিটিংয়ে গিয়ে আমি প্রথমেই এটি বাতিল করব। শিববাড়ী মোড়ের যে নাম রয়েছে সেটিই থাকবে।

এর আগে, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম স্বাক্ষরিত সাধারণ সভার এক নোটিশ সূত্রে জানা যায়, রোববার (৩০ এপ্রিল) বেলা ১১টায় কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভার আলোচ্যসূচির ১৪টি এজেন্ডার মধ্যে ৫ নম্বরে উল্লেখ রয়েছে নগরীর শিববাড়ী মোড়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু চত্বর করার প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। ওই নম্বরের আলোচ্যসূচিতে বর্তমান বঙ্গবন্ধু চত্বরের (শেরে বাংলা রোড ও কেডিএ এভিনিউয়ের সংযোগস্থল) নাম পরিবর্তন করে শহীদ শেখ আবু নাসের চত্বর নামকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। রোববার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে সভার একদিন আগেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেসিসি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।