মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে তিন বাংলাদেশির মৃত্যু
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে তিন বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৩ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছে। তারা সবাই ছিলেন বাংলাদেশি শ্রমিক। এই ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন বলে জানানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৮ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পেনাং শহরে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পেনাংয়ের উপ-পুলিশ প্রধান মোহামেদ ইউসুফ জান মোহাম্মদ বলেন, উদ্ধারকারীরা এখন পর্যন্ত আটকে পড়া ৯ শ্রমিকের মধ্যে পাঁচজনকে খুঁজে পেয়েছেন। ঘটনাস্থলে ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। তিনি বলেন, নির্মাণাধীন ওই ভবনে কাজের জন্য ১৮ জন শ্রমিককে নিয়োগ করা হয়েছিল। এ সময় তারা কেউ নামাজের জন্য বের হননি।

তিনি বলেন, এখন পর্যন্ত নিহত তিনজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এদের মধ্যে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং অপর একজন হাসপাতালে মারা গেছেন। দুর্ঘটনায় আহত দুজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের আঘাত বেশ গুরুতর বলে জানানো হয়।

মোহামেদ ইউসুফ জান মোহাম্মদ বলেন, আমরা ধারণা করছি ধ্বংসস্তূপের নিচে হয়তো আরও চারজন আটকা পড়ে থাকতে পারেন। তিনি নিশ্চিত করেছেন যে, সেখানে কাজ করা সব শ্রমিকই বাংলাদেশি নাগরিক।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।