আবারও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ
logo
ঢাকা, রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবারও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩১, ২০২২ ৯:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

আবারও মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

৭ বছর পর শনিবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের আগের কমিটির সভাপতি মমতাজ বেগম সভাপতি ও আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সায়েদুল ইসলাম ও যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ওবায়দুল হক।

সিংগাইর স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।