রাণীশংকৈলে নিজ শোবার ঘর থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার
logo
ঢাকা, শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে নিজ শোবার ঘর থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাহবুব আলম, (ঠাকুরগাঁও) প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২০ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার উদিসা-লক্ষ্মীপুর গ্রামে ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে
নামী রানী রায়( ২০) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত নামী রানী ঐ গ্রামের ধীরেন চন্দ্র রায়ের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল
১১টার দিকে নামী রানী তার শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে একটি শরে ঝুলে ফাঁস লাগায়। তার বড় ভাই নন্দ রাম এ ঘটনা দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে গিয়ে নামী রানীর মৃতদেহ উদ্ধার করে।
মেম্বার ও এলাকাবাসী খবর দেয় থানা পুলিশকে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাণীশংকৈল থানার ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো রকম অভিযোগ না থাকায় এডিএম মহোদয়ের অনুমতি সাপেক্ষে মরদেহ দাহ করা হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।