একদিনে আরও ৩৮ জনের মৃত্য, নতুন শনাক্ত ২,০৬০
logo
ঢাকা, সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

একদিনে আরও ৩৮ জনের মৃত্য, নতুন শনাক্ত ২,০৬০

স্টাফ রিপোর্টার | দৈনিক বিবর্তন.কম
নভেম্বর ২২, ২০২০ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাড়াল ৬ হাজার ৩৮৮ জন।

রোববার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় আরও ২ হাজার ৬০ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাড়াল ৩ লাখ ৬২ হাজার ৪২৮ জন।

প্রসঙ্গত, দেশে শীতের আগমনের সঙ্গে সঙ্গে করোনা সংক্রমণ বেড়ে গেছে। সেই সঙ্গে বেড়ে গেছে প্রাণহানীর সংখ্যা। সামনের দিনগুলোতে শীতের প্রকোপ বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর হারও বেড়ে যেতে পারে। এর আগে চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।