নতুন ছবিতে মৌ খান
logo
ঢাকা, রবিবার, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন ছবিতে মৌ খান

বিনোদন ডেস্ক
মার্চ ২২, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ডিলিট’ নামের নতুন একটি সিনেমায় চুক্তবদ্ধ হয়েছেন অভিনেত্রী মৌ খান। ব্ল্যাক পিপার এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এটি পরিচালনা করবেন সুজন বড়ুয়া। বিষয়টি সংবাদ মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী মৌ ও পরিচালক সুজন।

গণমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, রোমান্টিক ফ্যান্টাসির গল্প ‘ডিলিট’। বাস্তবে যা এখনো দেখেনি কেউ তেমন এক গল্প দেখা যাবে এ সিনেমায়। তিনি বলেন, ‘নতুন এই ছবির গল্পটি চমৎকার। চিত্রনাট্য পড়েই ভালো লেগেছে। আমার চরিত্রটিও দারুণ। এই জন্যই চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি দারুন একটি ছবি হবে।’

নির্মাতা সুজন বড়ুয়া বলেন, ‘মানুষ যখন প্রেম-ভালোবাসার মতো সম্পর্কে জড়ায়, তখন তাদের ভেতর অনেক ধরনের পরিবর্তন ঘটে। তাদের জীবনে অনেক কিছু যুক্ত হয়, আবার অনেক কিছুই মুছে যায়। সেসব গল্পই দেখা যাবে এই সিনেমায়। যা কিছু মন্দ, প্রেম থেকে তা ডিলিট করে শুদ্ধ প্রেমের কথা বলব আমরা।’

তিনি জানিয়েছেন, গল্পটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়নি। নিউরোসায়েন্স ও মনস্তাত্ত্বিক অনেক বিষয় উঠে আসবে। দুই মাস ধরে তিনি এই গল্প ও স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। মৌ খানের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। আগে অভিনেতা নির্বাচন করে অনুষ্ঠিত হবে মহরত। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল থেকে শুটিং শুরু হবে। সম্পাদনা: ইমরুল শাহেদ

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।