খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিটপা কনফারেন্স ২০২৫
logo
ঢাকা, মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিটপা কনফারেন্স ২০২৫

অনলাইন ডেস্ক
আগস্ট ২৬, ২০২৫ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

তথ্যপ্রযুক্তির সর্ববৃহৎ সম্মেলন, এক ছাতার নিচে দেশসেরা বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও তরুণরা।

দেশের দক্ষিণাঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতে সর্ববৃহৎ আয়োজন হিসেবে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিটপা কনফারেন্স ২০২৫”। বাংলাদেশ আইটি প্রফেশনালস অ্যাসোসিয়েশন (বিটপা) আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে খুলনা শহরে প্রযুক্তিপ্রেমীদের মাঝে ইতিমধ্যেই উত্তেজনা ও আগ্রহ দেখা দিয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, এ কনফারেন্স শুধু প্রযুক্তি বিষয়ক সেমিনার নয়; বরং এটি হবে এক মহাসম্মিলন। এখানে দেশের শীর্ষস্থানীয় আইটি বিশেষজ্ঞ, নামকরা উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং প্রযুক্তিপ্রেমী তরুণরা এক ছাতার নিচে মিলিত হবেন।

কনফারেন্সে কী থাকছে?

এই কনফারেন্সে থাকছে সমসাময়িক ও ভবিষ্যৎ প্রযুক্তি বিষয়ক একাধিক সেশন, প্যানেল আলোচনা এবং কর্মশালা। আলোচনায় উঠে আসবে—

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)
ডিজাইন ও ডেভেলপমেন্ট
সাইবার সিকিউরিটি
ই-কমার্স ও ডিজিটাল ব্যবসা
ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং
ডিজিটাল উদ্যোক্তা তৈরির সম্ভাবনা

প্রযুক্তি জগতের এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন দেশসেরা বিশেষজ্ঞরা। এছাড়া তরুণ প্রজন্মের জন্য থাকবে বিশেষ সেশন, যেখানে তারা জানতে পারবে ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার পথ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার কৌশল।

বিটপা কর্তৃপক্ষ জানিয়েছে, কনফারেন্সে শুধুমাত্র প্রযুক্তি বিশেষজ্ঞরা নয়, বরং সারা দেশ থেকে আগত তরুণ শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারাও অংশ নেবেন। তাদের জন্য এটি হবে শেখা, নেটওয়ার্ক তৈরি এবং অনুপ্রেরণা পাওয়ার এক অনন্য সুযোগ।

বিশেষ করে ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য থাকছে নেটওয়ার্কিং সেশন, যেখানে তারা দেশের শীর্ষ আইটি কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন।

বিটপার সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, “আমরা চাই, ঢাকার বাইরেও প্রযুক্তি খাতের বড় আয়োজন হোক। খুলনায় এই কনফারেন্সের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের তরুণরা প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে। আমাদের লক্ষ্য হলো প্রযুক্তিকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়া এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষকে এর সুবিধার আওতায় আনা।”

বাংলাদেশের প্রযুক্তি খাত এখন দ্রুত এগোচ্ছে। এই কনফারেন্সের মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে চাই, যেন তারা বিশ্বমানের উদ্ভাবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে।

কনফারেন্স আয়োজক কমিটির দাবি, এই আয়োজন শুধু একটি দিনের অনুষ্ঠান নয়, বরং দেশের প্রযুক্তি খাতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে। অংশগ্রহণকারীরা এখান থেকে যে জ্ঞান, অভিজ্ঞতা ও নেটওয়ার্ক তৈরি করবেন, তা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও ব্যবসায়িক যাত্রায় বড় ভূমিকা রাখবে।

“বিটপা কনফারেন্স ২০২৫” আগামী ২০ সেপ্টেম্বর খুলনা শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। শিগগিরই অনলাইন রেজিস্ট্রেশন ও অংশগ্রহণের নিয়মাবলী প্রকাশ করা হবে। আয়োজকরা জানিয়েছেন, এ বছর দর্শক ও অংশগ্রহণকারীর সংখ্যা হবে রেকর্ড পরিমাণ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।