মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বরগুনার তালতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর সকাল ৯টার দিকে তালতলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুনের নেতৃত্বে এই বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি তালতলী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় তালতলী উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলের অগ্রভাগে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ব্যানার ও ফেস্টুন বহন করা হয়।
র্যালিতে বহন করা ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি স্থান পায়। “১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে “স্বাধীনতার ঘোষক জিয়া” শ্লোগান দেওয়া হয়।
র্যালিতে উপস্থিত নেতারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের জাতীয় জীবনের গৌরবময় অধ্যায়। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারে বিএনপি রাজপথে রয়েছে এবং থাকবে।
র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার পুনরুদ্ধারের দাবি তুলে ধরা হয়।

