বরিশাল কর ভবনে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
logo
ঢাকা, সোমবার, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল কর ভবনে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন.কম
সেপ্টেম্বর ১৫, ২০২০ ৪:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল: বরিশাল কর ভবনের দ্বিতীয় তলার একটি অফিস কক্ষে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে নগরের ক্লাবরোডে অবস্থিত কর ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল সদর স্টেশন সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে তাদের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার বেশি সময় কাজ করে। ততক্ষণে অফিস কক্ষের তিনটি এসি, দু’টি স্টিলের আলমারি ও তিনটি কম্পিউটারসহ বিভিন্ন ফাইল পুড়ে গেছে।

তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।