সুখবরের ইঙ্গিত দিলেন দীপিকা
logo
ঢাকা, মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সুখবরের ইঙ্গিত দিলেন দীপিকা

বিনোদন ডেস্ক | দৈনিক বিবর্তন
ফেব্রুয়ারি ৩, ২০২১ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কারিনা কাপুর,আনুষ্কা শর্মার পর এবার সুখবরের ইঙ্গিত দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মঙ্গলবার ইনস্টাগ্রাম পোস্টে নিজের একটি ছবি শেয়ার করেন এই বলিউড অভিনেত্রী। যেখানে হালকা সাদা রঙের সালোয়ার-কামিজ পরে হাসিমুখে পোজ দিতে দেখা যায় দীপিকাকে।

নিজের ওই ছবির সঙ্গে ক্যাপশনে ‘ফেব্রুয়ারি’ বলে একটিমাত্র শব্দ যোগ করেন দীপিকা পাড়ুকোন। কিন্তু কিসের ইঙ্গিত দিলেন দীপিকা, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যখন ওই ছবি শেয়ার করেন, সেই সময় অভিনেত্রীর অনুরাগীরা তাকে ভালোবাসায় ভরিয়ে দেন। নতুন কোনো সুখবর দিতে চলেছেন বলে অনেকে প্রশ্নও করেন।

যদিও কোনো উত্তর দেননি দীপিকা। স্ত্রীর হাসিমুখের উজ্জ্বল ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন রণবীর সিং। দীপিকার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেলে সেই ইঙ্গিতও।

তবে এবারই প্রথম নয়, এর আগেও দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা প্রকাশ্যে এসেছিল। সেই সময় একটি কাঁচা আমের ছবি পোস্ট করেছিলেন দীপিকা।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।