বেড়েছে সুস্থতার হার, কমেছে আক্রান্ত
logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বেড়েছে সুস্থতার হার, কমেছে আক্রান্ত

নিউজ ডেস্ক | দৈনিক বিবর্তন
এপ্রিল ১৮, ২০২১ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দেশে গত ২৪ ঘন্টায় আরও ৬ হাজার ১২১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাড়াল ৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশে করোনায় শনাক্তের হারও কমেছে।

এছাড়া গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ১০ হাজার ৩৮৫ জন।

রোববার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৯ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৬৯৮ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।