প্রধানমন্ত্রীর জন্মদিনের উপলক্ষে তালতলীতে যুবলীগের দোয়া ও মিলাদ মাহফিল
logo
ঢাকা, বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জন্মদিনের উপলক্ষে তালতলীতে যুবলীগের দোয়া ও মিলাদ মাহফিল

বরগুনা প্রতিনিধি | দৈনিক বিবর্তন.কম
সেপ্টেম্বর ২৬, ২০২০ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বরগুনার তালতলী উপজেলা যুবলীগ তার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় যুবলীগের চারদিনের কর্মসূচির অংশ হিসেবে আজ এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠান শেষে জননেত্রী শেখ হাসিনার সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরে উপস্থিতির মাঝে তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

তালতলী উপজেলা যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু’র সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আবুল কাশেম হাওলাদার,দপ্তর সম্পাদক মো. মুনসুর আলী জোমাদ্দার, শিক্ষা বিষায়ক সম্পাদক নূরে আলম সিদ্দিকী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা, শামিম পাটোয়ারী, সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি রাশেদ আহম্মেদ,সদস্য মহিউদ্দিন প্রমুখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন তালতলী মদিনা মসজিদের ইমাম মো. ইসমাইল হোসেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।