ঝিনাইদহে কর্মহীন ১ হাজার ইজিবাইক শ্রকিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
logo
ঢাকা, রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে কর্মহীন ১ হাজার ইজিবাইক শ্রকিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আব্বাস আলী, ঝিনাইদহ
আগস্ট ২, ২০২১ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে করোনায় কর্মহীন হয়ে পড়া ১ হাজার হতদরিদ্র পরিবারের দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী দেওয়া উপহার খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

আজ সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় শহরের বিভিন্ন এলাকা থেকে আসা ইজিবাইক চালক, শ্রমিকদের মাঝে খাবার তুলে দেন জেলা প্রশাসক মজিবর রহমান। সে সময় সাইদুল করিম মিন্টু পৌরসভা মেয়র ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা পিএএ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব কামরুজ্জামান সরকার, সহকারী কমিশনার ভুমি জনাব আব্দুল্লাহ আল মামুন সহ অনেকে উপস্থিত ছিলেন।

করোনাকালে ১০ কেজি চাল ও নগদ ৩’শ টাকা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্ররা।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।