ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প
logo
ঢাকা, রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ১২, ২০২১ ৬:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলে ৭.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে পোন্দাগুইতানের ৪০ মাইল (63 কিলোমিটার) পূর্বে ৬৫.৫ কিলোমিটার গভীরে ভূমিকম্প সংঘটিত হয়।

ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির (ফিভোল্কস) বরাতে সিএনএন জানিয়েছে, ভূমিকম্প ও আফটারশকের কারণে বেশ ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে উল্লেখযোগ্য কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ফিভোল্কস সুনামির আশঙ্কার কথা জানালেও ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস এবং হাওয়াই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানায় যে সুনামির কোনো আশঙ্কা নেই।

ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অফ ফায়ারে’ রয়েছে যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত।

সূত্র : সিএনএন ও রয়টার্স

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।