তালতলীতে বিদুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
logo
ঢাকা, সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালতলীতে বিদুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৬, ২০২১ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঘরের বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস (১৮) নামের এক স্কুল ছাত্র মারা গেছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া গ্রামে বুধবার রাতে।

জানাগেছে, তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ফেরদৌস বুধবার রাত সাড়ে ৭ টার দিকে নিজের ঘরের বৈদ্যুতিক বাল্ব লাগাচ্ছিল। এমন মুহুর্তে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষনিক স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক মার্জিয়া তানজিন তাকে মৃত্যু ঘোষনা করেন।

নিহত ফেরদৌসের বাবা সুলতান হাওলাদার কান্নাজনিত কন্ঠে বলেন, ঘরে বিদ্যুতের বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে আমার ছেলে মারা গেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মার্জিয়া তানজিন বলেন, স্কুল ছাত্র ফেরদৌসকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে ফেরদৌসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।