শহিদ আফ্রিদির সেই লজ্জার রেকর্ড
logo
ঢাকা, বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শহিদ আফ্রিদির সেই লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
অক্টোবর ১৪, ২০২১ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই রেকর্ডের হাতছানি। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে রয়েছে অসংখ্য রেকর্ড। তেমনি এক লজ্জার রেকর্ডের মালিক পাকিস্তানের সাবেক অধিনায়ক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক বার শূন্য রানে আউট হয়েছেন আফ্রিদি। বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবার শূন্য রানে আউট হয়ে রেকর্ড তালিকায় নিজের নাম উঠিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। 

বিশ্বকাপে এমন আরও কিছু রেকর্ড দেখে নেওয়া যাক-

দলীয় সর্বোচ্চ রান 

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড শ্রীলঙ্কার। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান করে এই রেকর্ড গড়েন লঙ্কানরা।

প্রথম হ্যাটট্রিক 

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্ব প্রথম হ্যাটট্রিক করেন অজি পেসার ব্রেট লি। বাংলাদেশের বিপক্ষে ২০০৭ সালে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটি করেন।

দ্রুততম অর্ধশতক 

ভারতের সাবেক অল রাউন্ডার যুবরাজ সিং ডারবানের মাঠে এক ওভারে ছয়টি ছয় হাঁকিয়ে ১২ বলে ৫০ রান করে দ্রুততম অর্ধ শতক করেন যুবরাজ।

সেরা বোলিং ফিগার 

শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিজ ২০১২ সালের বিশ্বকাপে ৮ রানে ৬ উইকেট নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে এই রেকর্ড করেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।