রণবীরের চোখে সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ!
logo
ঢাকা, শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রণবীরের চোখে সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ!

বিনোদন ডেস্ক
নভেম্বর ২১, ২০২১ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

চোখে সানগ্লাস, ঠোঁটে হাসি হাসি একটা ভাব। হাতে ঘড়ি, সঙ্গে স্যুট, বুট, টাই। আর সঙ্গে ঘন কালো চুল তো রয়েছেই। 

সব মিলিয়ে অমিতাভ বচ্চনের ছবিটা দেখে মনে হতে পারে কয়েক দশক আগের ‘অ্যাংরি ইয়াং ম্যান’। সম্প্রতি বিগ বি তার ইনস্টাগ্রামে ছবিটা শেয়ার করে লিখেছেন, ‘কোথায় গেল সেই দিনগুলো!’

আগেও যেমনটা হয়েছে, এ ছবির ক্ষেত্রেও হলো তাই। অমিতাভকে দেখে মুগ্ধ তার ভক্তরা। আর এই ভক্তদের তালিকায় দেখা গেল আরেক তারকাকে। তিনি হলেন- রণবীর সিং।

অমিতাভের ছবির নিচে তিনি লিখেছেন, ‘সব চেয়ে কাঙ্ক্ষিত পুরুষ।’

রণবীর যে এবারই প্রথম এমন ভাষায় অমিতাভের প্রশংসা করলেন তা কিন্তু নয়। আগেও তাকে দেখা গেছে প্রিয় অভিনেতার প্রশংসা করতে।
অমিতাভের ব্যস্ততা এখন ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৩তম সিজন নিয়ে। অন্যদিকে পাহাড়ের দেশে স্ত্রীকে নিয়ে বেশ ফুরফুরে সময় কাটাচ্ছেন রণবীর।

 

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।