শ্রোতাদের জন্য গায়িকা সাদিয়া লিজার বিশেষ উপহার
logo
ঢাকা, শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রোতাদের জন্য গায়িকা সাদিয়া লিজার বিশেষ উপহার

বিনোদন ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

২০১৬ সালে এমপিএল (মিউজিক্যাল প্রিমিয়ার লীগ) প্রতিযোগিতা দিয়ে সংগীতাঙ্গনে পা রাখেন রাজশাহীর মেয়ে সাদিয়া লিজা। এরপর গত পাঁচ বছরে মৌলিক গানের পাশাপাশি বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রায় ২৫টি কাভার গান প্রকাশ পেয়েছে তার। ২০১৯ সালের আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত তার গাওয়া ‘আজ পাশা খেলব রে শ্যাম’ কোটি ভিউয়ারের মাইলফলক স্পর্শ করে।

এবার ভালোবাসা দিবসে সাদিয়া লিজা হাজির হয়েছেন মৌলিক গান নিয়ে। যার শিরোনাম ‘একূল ওকূল’। গত শুক্রবার শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ পায়। এটির কথা, সুর এবং সংগীতায়োজন করেছেন মেহেদি হাসান তামজিদ। পিয়ানোতে ছিলেন প্রমিত রহমান। ভিডিও নির্দেশনায় এ আর মেনোন।

গানটি প্রসঙ্গে সাদিয়া লিজা বলেন, ‘আমার কিছু মৌলিক গান প্রকাশ পেয়েছে। তবে এই প্রথম কোনো পিয়ানো ভার্সন গান প্রকাশ করেছি। সব মিলিয়ে আমার খুব পছন্দের একটি কাজ হয়েছে এটি।’

লিজা আরও জানান, গানটির ভিডিওর শুটিং হয়েছে যমুনা ফিউচার পার্কের ইয়ামাহার পিয়ানোর সেটে।

উল্লেখ্য, ২০২০ সালে প্রকাশ পায় সাদিয়া লিজার প্রথম মৌলিক গান ‘প্রেমের মূল্য দিলা না’। এরপর ‘শ্যাম কালিয়া’, ‘মায়াজালে জড়াইয়া’, ‘দুনিয়া’ এবং ‘খেলা’ শিরোনামে আরও চারটি মৌলিক গান শ্রোতাদের উপহার দেন তিনি। এবার নিয়ে এলেন ‘একূল ওকূল’।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।