নায়িকা দর্শনার ভিডিও ভাইরাল
logo
ঢাকা, শনিবার, ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নায়িকা দর্শনার ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
এপ্রিল ১, ২০২২ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

কলকাতার তরুণ প্রজন্মের মডেল-অভিনেত্রী দর্শনা বণিক। সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ারের কমতি নেই। ইনস্টাগ্রামে ছবির পাশাপাশি মাঝে মধ্যেই নানা মজার রিল ভিডিও পোস্ট করেন নায়িকা। সেখানেই ভাইরাল হয়েছে একটি ভিডিও।

সেখানে দেখা যায়, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আচারের ঠেলা গাড়ির কাছে যান দর্শনা। প্যাকেট হাতে নিয়েই মুখে পুরে নেন আচার। চেহারায় উজ্জ্বল হাসি। ক্যাপশনে লেখেন, ‘ফিরে দেখা শৈশব।’

নায়িকার ওই ভিডিওটি দেখতে হুমড়ি খেয়ে পড়ে নেটজনতা। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। সাধারণ মানুষের পাশাপাশি টালিউড তারকারাও দর্শনার ভিডিওতে মন্তব্য করেছেন। নায়িকা শুভশ্রী লিখেছেন, ‘আমিও চাই।’

প্রসঙ্গত, অর্ঘদীপ চট্টোপাধ্যায়ের ‘জোজো’ সিনেমার মাধ্যমে টালিউডে পথচলা শুরু করেন দর্শনা। অরিন্দম শীলের ‘আসছে আবার শবরে’ জনপ্রিয়তা এনে দেয় তাকে। সমরেশ মজুমদারের রহস্য উপন্যাসের অবলম্বনে ‘জালবন্দী’ তৈরি করেছেন পীযূষ সাহা। সেখানেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নায়িকাকে। সূত্র: হিন্দুস্তান টাইমস

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।