বরগুনার তালতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
logo
ঢাকা, সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার তালতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ মাহমুদুল হাসান (বরগুনা) প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২০ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে পানিতে ডুবে জুনায়েদ (২২ মাস) এর এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার তাতিপাড়া এলাকার এ ঘটনা ঘটে। মৃত জুনায়েদ তাতিপাড়া এলাকার বাকপ্রতিবন্ধী মহসিন মোল্লার ছেলে।

শিশুটির চাচাতো ভাই শাহিন জানান, জুনায়েদ সকালে তার মায়ের অগোচরে পেছন পুকুর ঘাটে চলে যায়। পরে শিশুটির মা খোঁজাখুঁজি করলে হঠাৎ ছেলের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখেন। এ সময় তার মা চিৎকার দিলে বাড়ির লোকজন এসে শিশুটির লাশ পানি থেকে উদ্ধার করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন এ ব্যাপারে থানায় কিছুর জানায়নি। তবে স্থানীয় ভাবে লাশ দাফনের ব্যবস্থা করতে পারেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।