হাজী আ: মালেক ইসলামিয়া কলেজে জাতীয় শোক দিবস পালিত
logo
ঢাকা, মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

হাজী আ: মালেক ইসলামিয়া কলেজে জাতীয় শোক দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি
আগস্ট ১৫, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস-২০২২’ উপলক্ষে হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সাহিদা খাতুন।

অনুষ্ঠান পরিচালনা করেন হাজী আ: মালেক ইসলামিয়া কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক জনাব এস.এম সোহেল ইসহাক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোনআন থেকে তেলওয়াত করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব আব্দুর রব। গীতা থেকে পাঠ করেন অর্থনীতি বিভাগের প্রভাষক সমরেশ চন্দ্র বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক জনাব মোঃ আবু খায়ের বিশ্বাস, অধ্যাপক জনাব মোঃ আসিফ ইকবাল, অধ্যাপক জনাব এস. এম আরিফুজ্জামান, অধ্যাপক জনাব মোঃ এমদাদুল হক, অধ্যাপক এফ. এস ইয়াসীন আরা, অধ্যাপক ফাতেমা বেগম, প্রভাষক জনাব মোঃ শামীম শেখ, প্রভাষক জনাব মোঃ গোলাম কিবরিয়া ও প্রভাষক জনাব শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘটে যাওয়া নিশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ইমাম জনাব সোলায়মান।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।