পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতের ৩ কর্মকর্তা বরখাস্ত
logo
ঢাকা, সোমবার, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতের ৩ কর্মকর্তা বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ২৪, ২০২২ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের শুরুতে পাকিস্তানে দুর্ঘটনাবশত একটি ব্রাহমস ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ভারত। এ ঘটনায় ভারতের বিমানবাহিনীর তিন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) ভারত সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ভারতের বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গত ৯ মার্চ দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ ঘটনায় তদন্ত (কোর্ট অব ইকোয়ারি) কমিটি গঠন করা হয়।

তদন্তে দেখা গেছে, তিন কর্মকর্তার ভুলে এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তেও ওই তিনজনকে দায়ী করা হয়েছিল। দ্রুত তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

গত মার্চে ওই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর জন্য প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করে। পাকিস্তান জানায়, তাদের দেশের ১০০ কিলোমিটার অভ্যন্তরে মিয়া চান্নু শহরের কাছে ওই ক্ষেপণাস্ত্রটি বিধ্বস্ত হয়।

এই ঘটনায় নিয়ে সংসদে বিবৃতি দিয়েছিলেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তিনি বলেছিলেন, এই অনিচ্ছাকৃত ঘটনাটি দুঃখজনক।

সূত্র: দ্য গার্ডিয়ান

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।