বঙ্গোপসাগরে সফল মিসাইল পরীক্ষা
logo
ঢাকা, শনিবার, ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে সফল মিসাইল পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১৫, ২০২২ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে, বঙ্গোপসাগরে পূর্ব নির্ধারিত লক্ষ্যে সফল ভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে পরমাণু বিদ্যুৎচালিত সাবমেরিন আইএনএস আরিহান্ত। প্রথমবারের মতো এমন পরীক্ষা করল ভারত। এর মাধ্যমে প্রতিরক্ষায় আরও একধাপ এগিয়ে গেল দেশটি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ভারত সবসময়ই প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি মেনে চলবে। কিন্তু তার সঙ্গে পারমাণবিক হামলা রুখে পাল্টা আঘাতের জন্য ন্যূনতম শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থার প্রয়োজন।

৬ হাজার টন ওজনের পরমাণু বিদ্যুৎচালিত সাবমেরিন আইএনএস আরিহান্ত তৈরি হয় বিশাখাপত্তনমের শিপ বিল্ডিং সেন্টারে। ২০০৯ সালের ২৬ জুলাই কার্গিল বিজয় দিবসে এটিকে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেন তত্কালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

ভারতীয় নৌবাহিনীর হাতে বর্তমানে নিজেদের তৈরি তিনটি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রয়েছে। এছাড়াও সাবমেরিন থেকে উৎক্ষেপণ যোগ্য দুটি সারফেস টু সারফেস মিসাইল ভারতের হাতে রয়েছে। যেগুলোর নাম কে-১৫ এবং কে-৪।

ভারতসহ পৃথিবীর ছয়টি দেশের হাতে পরমাণু বিদ্যুৎচালিত সাবমেরিন রয়েছে, যেগুলো থেকে ব্যালিস্টিক মিসাইল ছোড়া সম্ভব। এই তালিকায় এতদিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন ছিল। শুক্রবার তালিকায় যুক্ত হলো ভারতও।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।