ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাত: বরগুনায় গাছ পড়ে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু
logo
ঢাকা, বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাত: বরগুনায় গাছ পড়ে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২২ ৭:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

বরগুনায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছচাপায় আমেনা নামে শতবর্ষী এক বৃদ্ধা মারা গেছেন। সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে বরগুনা সদর উপজেলার সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতের স্বজনরা জানান, আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঘরে বসে ভাত খাচ্ছিলেন আমেনা খাতুন। এ সময় ঘরের পাশে থাকা একটি চাম্বল গাছ উপড়ে তার ঘরের উপর পড়ে। এতে ঘরের নিচে চাপা পড়েন তিনি। পরে তাকে মৃত অবস্থায় ঘরের নিচ থেকে উদ্ধার করে স্বজনরা। এদিকে ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।