শেষ হলো জেলা প্রশাসক সম্মেলন
logo
ঢাকা, মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শেষ হলো জেলা প্রশাসক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৬, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শেষ হলো এ বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। আজ (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সমাপনী অধিবেশনের মাধ্যমে এ সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। 

এ অধিবেশনে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এরপর নৈশভোজে অংশ নেন তারা।

গত মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে এই সম্মেলনের উদ্বোধন করেন। এরপর দুপুর ১২টা ১ মিনিট থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন ডিসিরা। এদিন সন্ধ্যায় বিআইসিসিতে প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনের পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত কার্য-অধিবেশনগুলো অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনে মোট ২৬টি অধিবেশন হয়। এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে কার্য অধিবেশন ছিল ২০টি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।